নরসুন্দা ডটকম ডেস্ক:
২৯ বছরের পুরনো লিফট। ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড টেস্টের ঠিক আগের বিকেলেই সেই লিফটে আটকে গেলেন স্বয়ং সিএবি সভাপতি। যদিও সঙ্গে সঙ্গেই তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়।
মাঠ থেকে দোতলায় তাঁর অফিসে যাচ্ছিলেন সৌরভ। গ্রিলের দরজা দেওয়া সেই পুরনো লিফটে ওঠার পর দুটো তলার মাঝখানে হঠাৎই আটকে যায় সেই লিফট। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেই গ্রিলের গেট ওই অবস্থাতেই খোলা হয়। লিফটের পাওয়ার বন্ধ করে দেওয়া হয়। এর পর লিফটের ভিতরে একটি টুল ঢুকিয়ে সেটায় উঠে বাইরে আসেন সৌরভ। এই ঘটনাটি ঘটে ঠিক বিকেল পাঁচটায়। নিরাপত্তারক্ষীদের পক্ষ থেকে বলা হয়, ‘‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা পাওয়ার অফ করে গ্রিলের লক খুলে ফেলি।’’
এই লিফট তৈরি হয়েছিল ১৯৮৭ সালে বিশ্বকাপ ফাইনালের আগে। তার পর থেকে এই লিফটের আর কোনও পরিচর্যা হয়নি। বিসি রায় ক্লাব হাউসের এই একটাই লিফট। সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই লিফট বদলে নতুন লিফট বসানোর কথা রয়েছে। কিন্তু সেটা হতে বেশ কিছুটা সময় লাগবে।’’ যা অবস্থা তাতে সিএবি সভাপতির উপর দিয়েই গেল পুরো বিষয়টি। ম্যাচের দিন হলে লজ্জায় পড়তে হত সিএবিকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা হতে নেয়া।