সংস্কৃতি প্রতিবেদক:
সুপ্ত প্রতিভার অন্বেষনে দুই বৎসর আগে পথ চলা শুরু হয় মৌলিক কমিউনিকেশন এর। অপেক্ষাকৃতি প্রচার বিমুখ শিল্পী, অভিনেতা, কবি, সাহিত্যিকদের উৎসাহিত করতে ২০১৬ সালের ১৯ মার্চ কার্যক্রম শুরু করে। গত দুই বৎসরে প্রতিভাবান শিল্পীদের নিয়ে বেশ কিছু অনুষ্ঠান পরিচালনা সহ নাটক নির্মানে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
১৯ জুন ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেগুন বাগিচার বাগিচা চাইনিজ রেষ্টুরেন্ট এর মিলিনিয়াম হলে সাংস্কৃতিক কর্মীদের আড্ডা বসেছিল। আড্ডাটি তরুন প্রতিভাবান শিল্পী, নাট্যকর্মী, কবি, সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত হয়েছিল যেন।
অনুষ্ঠানের সভাপতি মৌলিক পরিবারের প্রধান উপদেষ্টা ও উন্নয়ন ধারার নির্বাহী চেয়ারম্যান সোহেল আহমেদ খান কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মৌলিক কমিউনিকেশন এর চেয়ারম্যান ও মৌলিক নাট্যদলের সভাপতি সাজু আহমেদ, ঢাকা প্রসেনিয়াম থিয়েটার এর সভাপতি লায়ন ভুঁইয়া মোহাম্মাদ রাশেদ, সঙ্গীত শিল্পী খায়রুল বাসার, নাট্য পরিচালক জাফর চৌধুরী, মুখাভিনেতা নিথর মাহবুব, সঙ্গীত শিল্পী আলাউদ্দিন, নাট্যকর্মী শাওন আহমেদ প্রমুখ।