কয়েকটি সংস্থা তাদের নিজস্ব বিচার অনুযায়ী সেরা এয়ারলাইন্স নির্বাচন করে থাকে৷ ছবিঘরে থাকছে রেটিং সংস্থা ‘এয়ারলাইনরেটিংস ডটকম’এর তালিকা৷ ১. এয়ার নিউজিল্যান্ড : পরপর পাঁচবার সেরা হয়েছে নিউজিল্যান্ডের পতাকাবাহী এই এয়ারলাইন্স৷ এ প্রসঙ্গে এয়ারলাইন রেটিংস ডটকম বলছে, ‘‘পরপর পাঁচবার সেরা হওয়ার কারণ তাদের দারুণ আর্থিক পারফরমেন্স, ইন-ফ্লাইট ইনোভেশনস, পরিবেশ রক্ষায় তাদের নেতৃত্ব,তাদের কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি সন্তুষ্টি৷’’ ২. কোয়ান্টাস : অস্ট্রেলিয়ার পতাকাবাহী এই বিমানসংস্থা আছে দ্বিতীয় স্থানে৷ তবে ফ্লাইটে সরবরাহ করা খাবারের স্বাদ আর মানে কোয়ান্টাসই সেরা৷ এছাড়া অভ্যন্তরীণ রুটে কোয়ান্টাস যেসব ফ্লাইট পরিচালনা করে সেগুলোর আসনব্যবস্থা আর সেবার মান আন্তর্জাতিক ফ্লাইটের ‘সমতুল্য বা তার চেয়ে বেশি’বলে জানিয়েছে এয়ারলাইনরেটিংস ডটকম৷ ৩. সিঙ্গাপুর এয়ারলাইন্স : মূল তালিকায় তিন নম্বরে থাকলেও ফ্লাইটে প্রথম শ্রেণির যাত্রীদের সুযোগ-সুবিধা দেয়ার দিক দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে এক নম্বরে৷ এছাড়া তাদের কেবিন ক্রুদের সেবাও সবার চেয়ে সেরা ছিল বলে জানা গেছে৷
৪. ভার্জিন অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় এয়ারলাইন্স এটি৷ ব্রিটিশ ব্যবসায়ী ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন এই বিমানসংস্থার অন্যতম উদ্যোক্তা৷ সেরা বিজনেস ক্লাসের তালিকায় এই এয়ারলাইন্সের নাম আছে সবার ওপরে৷ ৫. ভার্জিন আটলান্টিক : ভার্জিন ব্র্যান্ডের এই বিমান সংস্থাটির প্রধান কার্যালয় ব্রিটেনে৷ ইউরোপ ও অ্যামেরিকার মধ্যে ফ্লাইট পরিচালনা করে ভার্জিন আটলান্টিক। ৬. ইতিহাদ এয়ারওয়েজ : এয়ারলাইনরেটিংস ডটকমের তালিকায় আবুধাবিভিত্তিক এই এয়ারলাইন্সটি আছে ছয় নম্বরে৷ আর দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স আলোচ্য তালিকার শীর্ষ দশে না থাকলেও ফ্লাইটের মধ্যে তাদের বিনোদনের ব্যবস্থা সবার চেয়ে সেরা বলে বিবেচিত হয়েছে৷
৭. অল নিপ্পন এয়ারওয়েজ: জাপানের সবচেয়ে বড় এয়ারলাইনস এটি৷ এর মধ্যে আছে বিমানের বয়স, নিরাপত্তাব্যবস্থা, যাত্রীদের দেয়া রেটিং, দূরপাল্লার যাত্রায় ইকোনমি ক্লাসের সুযোগ-সুবিধা ইত্যাদি৷ ৮. কোরিয়ান এয়ার : দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী এই এয়ারলাইনের ইকোনমি ক্লাস সবার চেয়ে সেরা৷ ৯. ক্যাথে প্যাসিফিক : এটি হংকংয়ের পতাকাবাহী এয়ারলাইন৷ এয়ারলাইনরেটিংস ডটকম বিভিন্ন অঞ্চলের সেরা কম খরচের (লো-কস্ট এয়ারলাইন) বিমান সংস্থারও তালিকা প্রকাশ করেছে৷ এতে দেখা যাচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা কম বাজেটের এয়ারলাইন হচ্ছে ‘স্কুট’৷ সিঙ্গাপুর এয়ারলাইন্সের মালিকানাধীন এই বিমান প্রধানত ভারত ও চীনে চলাচল করে৷ ১০. জাপান এয়ারলাইন্স : জাপানের পতাকাবাহী বিমান এটি৷ এয়ারলাইনরেটিংস ডটকম ছাড়াও যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা ‘স্কাইট্র্যাক্স’ প্রতিবছর সেরা এয়ারলাইন্সের তালিকা প্রকাশ করে থাকে৷