দেশ-বিদেশ

মেহরিন ফারুকি : অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর

নরসুন্দা ডটকম   August 15, 2018

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বর্ণবাদমূলক তিক্ততার মধ্যেই দেশটির সিনেটে প্রথমবারের মতো এক মুসলিম নারী সদস্য হয়েছেন। তিনি মেহরিন ফারুকি।

পাকিস্তানে জন্ম নেওয়া মেহরিন বিবিসিকে বলেছেন, এই বৈচিত্র্যের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে যাচ্ছে।

বুধবার নিউ সাউথ ওয়েলসের একটি শূন্যপদ পূরণে গ্রিন্স পার্টির এই সাংসদকে নির্বাচিত করে সিনেট।

আগামী সপ্তাহে শপথ নিতে যাওয়া মেহরিন গণহত্যা সংক্রান্ত ইস্যু ব্যবহার করে ফ্রেসার অ্যানিংয়ের কঠোর সমালোচনা করে আসছিলেন।

সিনেট সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদে প্রথম বক্তব্যে বুধবার তিনি বলেন, অ্যানিং লাখ লাখ অস্ট্রেলিয়ানের মুখে ঘৃণা ও বর্ণবাদের বমি উদগিরিত করছেন।

উল্লেখ্য, অভিবাসন নীতি আরও কঠোর করে শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ার পুনর্জীবনের আহ্বান জানিয়ে আসছেন দেশটির স্বতন্ত্র সিনেটর ফ্রেসার অ্যানিং। তৃতীয় বিশ্ব থেকে মুসলিম ও ইংরেজি না জানা অভিবাসীদের অস্ট্রেলিয়ায় আসা বন্ধ করতে পারলে দেশটির বেশিরভাগ সমস্যার সমাধান হবে বলেও সম্প্রতি মন্তব্য করেন অস্ট্রেলিয়ার এই স্বতন্ত্র সিনেটর।

অারো পড়ুন….

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ঘটকালি করতে চেয়েছিলেন ট্রাম্প!

About the author

নরসুন্দা ডটকম