দেশ-বিদেশ

তনুশ্রী দত্ত : নানা পাটেকরের থেকে কোনও আইনি নোটিশ পাইনি 

নরসুন্দা ডটকম   সেপ্টেম্বর ৩০, ২০১৮

এই সপ্তাহের শুরুর দিকেই তনুশ্রী জানান 2008 সালের সিনেমা হর্ন ‘ওকে’ প্লিজের একটি গানের দৃশ্যের শ্যুটিং-এর সময় তাঁকে যৌন হেনস্থা করেন নানা। তনুশ্রী ও তাঁর পরিবারকে হুমকি ও ভয় দেখানোর জন্য গুন্ডা পাঠানোর অভিযোগও করেন তিনি

অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta) দাবি করেছেন যে তিনি এখনও পর্যন্ত নানা পাটেকরের (Nana Patekar) পাঠানো কোনও আইনি নোটিশ পাননি।

কিছু দিন আগেই দশ বছর আগে সিনেমার সেটের মধ্যেই তনুশ্রীকে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন নানার বিরুদ্ধে।

সংবাদ মাধ্যমকে তনুশ্রী বলেছেন নানা পাটেকরের উচিৎ আরও বুঝে শুনে এগোন।

“সাম্প্রতিক ঘটনার গতপ্রকৃতি বুঝে আমি আইনজীবীদের একটি দল তৈরি করেছি আমার সপক্ষে। নানা পাটেকরের আইনজীবী যেমন বলেছেন যে আমাকে নোটিশ পাঠানো হয়েছে, আমি কিন্তু কোনও আইনি নোটিশ পাননি। তাই ‘bluffmaster Gogo’র উচিৎ আরেরকটু ভেবে চিন্তে খেলা।”- বলেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।

২০০৫ সালের ‘Bluffmaster’ সিনেমায় অভিষেক বচ্চন ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেছিলেন নানা পাটেকর। সম্প্রতি ওই দুই অভিনেতাই তনুশ্রীকে সমর্থন করেছেন।

নানা পাটেকরের থেকে কোনও আইনি নোটিশ পাননি- দাবি তনুশ্রী দত্তর

তনুশ্রী আরও জানান, তিনি বার অ্যাসোশিয়েশনকে অনুরোধ করবেন নানা পাটেকরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। তনুশ্রীর কথায় ” ক্লায়েন্ট এবং তাঁর আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং তারপর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভারতের আইনজীবী সমিতির কাছে আমার বিনীত অনুরোধ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে অন্য সেই সব মানুষের বিরুদ্ধেও যারা এভাবে অপরাধ করেই চলেছেন।”

আরো পড়তে পারেন…

আমেরিকান অভিনেত্রী পদ্মা লক্ষ্মী : ১৬ বছর বয়সে ধর্ষিত হয়েও চুপ ছিলেন!

সানি লিওন : ১৮ বছর বয়সে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

শুক্রবার নানা পাটেকরের আইনজীবী জানান যে তারা তনুশ্রী দত্তকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন যাতে তাঁর বিবৃতির জন্য তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছে। নানা এর আগে জানিয়েছিলেন যে, “আপনি যৌন হয়রানি বলতে কী বোঝাতে চেয়েছেন? সেই সময় আমার সঙ্গে সেটে ৫০-১০০ মানুষ উপস্থিত ছিল।”

এই সপ্তাহের শুরুর দিকেই তনুশ্রী জানান ২০০৮ সালের সিনেমা হর্ন ‘ওকে’ প্লিজের একটি গানের দৃশ্যের শ্যুটিং-এর সময় তাঁকে যৌন হেনস্থা করেন নানা। তনুশ্রী ও তাঁর পরিবারকে হুমকি ও ভয় দেখানোর জন্য গুন্ডা পাঠানোর অভিযোগও করেন তিনি।

টুইট করে তনুশ্রীর প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন টুইঙ্কল খান্না, সোনম কাপুর, প্রিয়ঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং বেশ কিছু অন্য তারকারাও। জুম টিভির সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, তনুশ্রী দত্ত নির্দিষ্ট করে টুইঙ্কলের টুইটের কথা উল্লেখ করে বলেন, “তাঁর স্বামী (অক্ষয় কুমার) কিন্তু এসব জেনেও নানা পাটেকরের সঙ্গে কাজ করছেন।”

ক’দিন আগেই চকলেট সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও ক্যামেরার সামনে তনুশ্রীকে পোশাক খুলে নাচতে নির্দেশ দেওয়ার অভিযোগ তোলেন তিনি। যদিও সে সময় সহ অভিনেতা ইরফান খান ও সুনীল শেট্টি তার প্রতিবাদ করেন।

অামাদের ইউটিউব চ্যানেল-

 

About the author

নরসুন্দা ডটকম