খেলাধুলা

১১১ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ২, ২০১৮

অফস্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে প্রথম ইনিংসে ৩৯৭ রানের বড় লিড পেয়েছে বাংলাদেশ।

আগের দিন ৫ উইকেট হারিয়ে ৭৫ রান তুলে দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের তৃতীয় দিনের সকালে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি।

মিরাজের দুর্দান্ত অফস্পিনে পরাস্ত হয়ে একের পর এক ব্যাটসম্যান সাজঘরে ফিরতে থাকলে ম্যাচে ফেরার স্বপ্ন নস্যাৎ হয়ে যায় উইন্ডিজের। দিনের প্রথম ঘণ্টাতেই মাত্র ৩৬ রানে শেষ পাঁচ উইকেট হারায় সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শিমরন হেটমায়ার সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া শেন ডরউইচ করেন ৩৭ রান।

বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। বাকি তিনটি উইকেট নিজের করে নেন সাকিব আল হাসান।

আরো পড়ুন…

ডেব্যু ম্যাচে সেঞ্চুরির চাওয়া তো সবারই থাকে: সাদমান

শুক্রবার রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের চা বিরতির পর গুটিয়ে যাওয়ার আগে ৫০৮ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

দলের পক্ষে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ১৩৬ রান করেন। অন্যদের মধ্যে সাকিব আল হাসান ৮০, সাদমান ইসলাম ৭৬ ও লিটন দাস ৫৪ রান করেন।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ, জোমেল ওয়ারিকেন, দেবেন্দ্র বিশু ও ক্রেইগ ব্রাথওয়েট ২টি করে উইকেট নেন। সারমন লুইস ও রোস্টন চেজ নেন একটি করে উইকেট।

আরো পড়ুন…

বরেণ্য চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের জন্মদিন আজ

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা: সেরা ৩০ সুন্দরীর তালিকায় বাংলাদেশের ঐশী

About the author

নরসুন্দা ডটকম