শিল্প- সংস্কৃতি

৬ ডিসেম্বর নানা আয়োজনে উদযাপিত হবে তারেক মাসুদের ৬২তম জন্মদিন

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ৪, ২০১৮
৬ ডিসেম্বর নানা আয়োজনে উদযাপিত হবে তারেক মাসুদের ৬২তম জন্মদিন

আগামী ৬ ডিসেম্বর উদযাপিত হবে অকাল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬২তম জন্মদিন।

তারেক মাসুদকে সম্মাননা জানিয়ে তাঁর জন্মদিনে গুগল এবার তার ডুডল প্রকাশ করবে বলে জানা গিয়েছে। যা বিশ্বব্যাপী সকল দেশ থেকেই গুগলের হোমপেজে দেখা যাবে।

তারেক মাসুদের জন্মদিনে এই সম্মাননার জন্যে ক্যাথরীন মাসুদ গুগল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটা সত্যিই অত্যন্ত সম্মানের যে গুগল কর্তৃপক্ষ তারেকের কাজের মূল্যায়ন ও স্বীকৃতি জানাচ্ছে এই ভাবে। তারেক মাসুদ বাংলাদেশের অগ্রগামী নির্মাতাদের একজন ছিলেন। একই সাথে দেশে ও বিদেশে যেমন তার অসংখ্য গুণগ্রাহী ছিল, তেমনি অনেক তরুণ নির্মাতার কাছে ছিলেন অনুকরণীয় আদর্শ।’

জানা যায়, এছাড়া চলতি ডিসেম্বর মাসেই প্রকাশিত হতে যাচ্ছে তারেক মাসুদের দেয়া নির্বাচিত বক্তৃতা ও বিভিন্ন সমযে প্রদেয় বিশেষ সাক্ষাৎকারের সংকলন- ‘চলচ্চিত্রকথা: বক্তৃতা ও সাক্ষাৎকার’।

বইটি প্রকাশিত হচ্ছে কথাপ্রকাশ ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে। সম্পাদনার দায়িত্বে আছেন- ক্যাথরীন মাসুদ, প্রসূন রহমান, বেলায়াত হোসেন মামুন ও আফতাব হোসেন।

আরো পড়তে পারেন…

কবি সোহেল খান এর কবিতা ও কবিতা ভাবনা

আমাদের দেবী দর্শন এবং ব্যবচ্ছেদঃ সেজান মাহমুদ

দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন পরিচালক তারেক মাসুদ।

১৯৮৯ সালে চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে ‘আদম সুরত’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ১৯৯৫ সালে তার নির্মিত প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’ (১৯৯৬) প্রশংসিত হয় আন্তর্জাতিক অঙ্গনেও।

এরপর ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ দেশের চলচ্চিত্রকে নিয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ ছবির শুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী চুয়াডাঙ্গাগামী বিলাশ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনীর, মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন।

এ দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক আহত হন।।

About the author

নরসুন্দা ডটকম