সাহিত্য ডেস্কঃ
অমর একুশে গ্রন্থমেলায় এসময়ের কবি সেলিনা আখতারের নতুন কাব্যগ্রন্থ “মেঘপাখি” প্রকাশ করলো নন্দিতা প্রকাশ। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন অনুপম কর, মূল্য ধরা হয়েছে ১৬০ টাকা।
সেলিনা আখতার শহীদ মুক্তিযোদ্ধা ইলিয়াস খান ও রত্নগর্ভা মা মুক্তিযোদ্ধা সাহিদা বেগমের সন্তান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে তার পিতা শহীদ হলে সেই শিশুকাল থেকেই মায়ের একান্ত পরিচর্যায় বেড়ে উঠেছেন। খুলনার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। স্কুলজীবন থেকেই তার লেখালেখির সাথে পরিচয়। শিক্ষা ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে শিশুবেলা থেকেই বেড়ে উঠেছেন। হিসাব বিজ্ঞানের ছাত্রী হলেও সাহিত্যের প্রতি ছিল বিশেষ অনুরাগ। সংসার এবং শিক্ষা জীবন চলেছে একই সাথে। পরবর্তীতে কর্মজীবনেও সাহিত্য চর্চা হলো তার কাছে বন্ধ জানালা দিয়ে প্রবেশ করা এক টুকরো আকাশ, আর সূর্যের আলো। একজন সরকারি কর্মকর্তা হিসেবে অনেক ব্যস্ততার মাঝেও নিয়মিত লেখার অভ্যাস রেখেছেন। বাংলাদেশের আরো দশটা মেয়ের মতো জীবনের চড়াই উৎরাই পেরিয়ে নিজের অবস্থান তৈরি করতে ইচ্ছেগুলোকে রেখেছিলেন স্বপ্নের মাঝে। তার প্রথম কাব্যগ্রন্থ “স্বপ্নের ঘোরে ইচ্ছেগুলো” ২০১৬, দ্বিতীয় কাব্যগ্রন্থ “সূর্যাস্তের পরে এসো” ২০১৭, “মেঘপাখি” তার তৃতীয় কাব্যগ্রন্থ। স্বপ্নবাজ পাঠকবৃন্দ এই গ্রন্থের কবিতায় খুঁজে পাবেন কাঙ্ক্ষিত মেঘপাখি।