মানুষ- সমাজ

প্রখ্যাত কবি আসাদ চৌধুরীর জন্মদিন আজ

নরসুন্দা ডটকম   ফেব্রুয়ারি ১১, ২০১৯
প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরীর জন্মদিন আজ

বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরীর জন্মদিন আজ ।

১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন আসাদ চৌধুরী। তাঁর পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম।

তিনি মনোগ্রাহী টেলিভিশন উপস্থাপনা ও চমৎকার আবৃত্তির জন্যও জনপ্রিয়। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর পদচারণা। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অণুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। ১৯৮৩ খ্রিস্টাব্দে তাঁর রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়।

আসাদ চৌধুরী আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬০ খ্রিষ্টাব্দে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন বরিশালের ব্রজমোহন কলেজ থেকে।

পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যয়ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলা ১৯৬৩ খ্রিষ্টাব্দে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ খ্রিষ্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

কবি আসাদ চৌধুরীর প্রতিকৃতি-  সোহাগ পারভেজ।

আরো পড়তে পারেন…

শোকগাঁথাঃ নার্ভাস নাইনটি নাইন ও একটি অসমাপ্ত মহাকাব্য : আফজল হোসেন আজম

সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য জীবন

About the author

নরসুন্দা ডটকম