ফের হাসপাতালে ভর্তি হলেন সোনু নিগম। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার। ফেব্রুয়ারির গোড়াতেই সি ফুড খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সোনু। হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। এ বার পিঠের ব্যথার জন্য ভর্তি হতে হল তাঁকে।
নেপালের বোখারায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সোনু। মারাত্মক পিঠে ব্যথা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়, সোনুর পিঠে ব্যথা ধরা পড়েছে। এমআরআই করা হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী চিকিত্সা কী হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজের পরিস্থিতির উদাহরণ দিয়ে সোনু সকলকে পরামর্শ দেন, “অ্যালার্জি নিয়ে কোনও গাফিলতি করবেন না। অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকুন।আপনারা আমাকে নিয়ে যে চিন্তা করেছেন, আমাকে ভালবেসেছেন তার জন্য ধন্যবাদ।”
এ মাসের গোড়াতেই সি ফুড খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় সঙ্গিত শিল্পী সোনু নিগম। অ্যালার্জির কারণে চোখ-মুখ ফুলে গিয়েছিল। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সে সময় সোনু ইনস্টাগ্রামে তাঁর ফোলা মুখ-চোখের ছবি শেয়ার করেছিলেন। সেই ছবি ভাইরালও হয়। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।