দেশ-বিদেশ

মোদী-ইমরানকে অনুরোধ মালালার : মুখোমুখি বসে কাশ্মীর সমস্যা মেটান

নরসুন্দা ডটকম   ফেব্রুয়ারি ২৮, ২০১৯

বিদেশ ডেস্ক:  মুখোমুখি বসুন। একে অন্যের হাতে হাত মেলান। আর তার পর আলোচনায় মিটিয়ে ফেলুন কাশ্মীর সমস্যা। কোনও তৃতীয় পক্ষ নয়, ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রীকে এই অনুরোধ নোবেল শান্তি পুরস্কারজয়ী পাক নাগরিক মালালা ইউসফজাইয়ের। তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার এই অনুরোধ জানিয়েছেন মালালা। ‘#সেনোটুওয়ার’ হ্যাশট্যাগ দিয়ে।

তাঁর টুইটে মালালা লিখেছেন, ‘‘এক জন নোবেল পুরস্কারজয়ী হিসেবে, রাষ্ট্রপুঞ্জের শান্তি আন্দোলনের এক জন বার্তাবাহক হিসেবে, এক জন পাক নাগরিক ও ছাত্রী হিসেবে ভারত ও পাকিস্তানের মধ্যে এই উত্তেজক পরিস্থিতি তৈরি হওয়া আর তা বেড়ে যাওয়ায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। শঙ্কিত এই দু’টি দেশের সীমান্তে থাকা মানুষের জন্য।’’

ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান বুধবার আটক হয়েছেন পাকিস্তানের হাতে

ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান বুধবার আটক হয়েছেন পাকিস্তানের হাতে

মালালার কথায়, ‘‘যাঁরা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহাল, তাঁরা খুব ভাল ভাবেই জানেন, পাল্টা আক্রমণ আর প্রতিশোধ কখনওই জবাব হতে পারে না। এটা এক বার শুরু হলে আর শেষ হয় না। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক যুদ্ধ চলছে। তার জন্য ভুগতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে। এখনও আমরা ওঁদের সমস্যা দূর করতে পারিনি। এই পরিস্থিতিতে আরও একটা যুদ্ধ চাই না।’’

দীর্ঘ টুইটে মালালা লিখেছেন, ‘‘আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বলব, আপনারা মুখোমুখি বসুন। হাতে হাত মেলান। তার পর আলোচনায় মিটিয়ে ফেলুন দীর্ঘ দিনের কাশ্মীর সমস্যা। দেখিয়ে দিন, এই কঠিন সময়েও কী ভাবে বলিষ্ঠ ভাবে নেতৃত্ব দেওয়া যায়। রুখে দিন জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি।’’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আরো পড়তে পারেন…

মুক্তি পাচ্ছেন পাকিস্তানের কব্জায় থাকা ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান

অস্কার জিতল ভারতীয় তথ্যচিত্র

About the author

নরসুন্দা ডটকম