দেশ-বিদেশ

শ্রীমঙ্গলে ৩৫ দেশের রাষ্ট্রদূত

নরসুন্দা ডটকম   এপ্রিল ৫, ২০১৯
শ্রীমঙ্গলে ৩৫ দেশের রাষ্ট্রদূত

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভ্রমণ করছেন বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।

আজ শুক্রবার [ ৫ এপ্রিল-২০১৯] দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনের নেতৃত্বে তারা শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা মানের হোটেলে পৌঁছান।

এ সময় তাদের স্থানীয় মনিপুরি নৃত্যে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়

পরে তারা বিভিন্ন চা-বাগান ও আদিবাসী পাড়াসহ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকা ঘুরে বেড়ান।

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে শ্রীমঙ্গলে ৩৫ দেশের রাষ্ট্রদূত

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে শ্রীমঙ্গলে ৩৫ দেশের রাষ্ট্রদূত

সফরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫টি দেশের রাষ্টদূত ও তাদের পরিবারে সদস্যরা রয়েছেন।

এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ অপরূপ সুন্দর একটি দেশ। ঢাকায় বসে বাংলাদেশের এই সৌন্দর্য অনুমান করা যায় না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দেশের এই নৈসর্গিক এলাকায় নিয়ে এসেছি। আর তা দেখে তারাও অভিভূত হয়েছেন।

আরো পড়তে পারেন….

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা

স্বাধীনতা দিবসের আনন্দ : মুহম্মদ জাফর ইকবাল

About the author

নরসুন্দা ডটকম