ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে নির্মিত হচ্ছে ছবি ‘গুমনামী’। নির্মাণ করছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। এতে নেতাজির চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ভারতের স্বাধীনতা দিসব উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হলো ছবিটির টিজার; যাতে প্রসেনজিৎকে হুবহু নেতাজি মনে হয়। সৃজিত জানান ‘গুমনামী’ সিনেমার জন্য প্রসেনজিৎকে বেশ ঝুঁকি নিতে হয়েছে। ওজন বাড়ানো থেকে মেকআপ সবকিছুতেই প্রচুর ঘাম ঝরিয়েছেন তিনি। সিনেমাটির জন্য প্রায় তিন ঘণ্টা পরিশ্রম করে অর্থোডেনটিস্ট ও প্রস্থেটিক দিয়ে প্রসেনজিৎ’কে নেতাজির চেহারা এনে দিয়েছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু।
আরো পড়তে পারেন…
রিজিয়া রহমানের প্রয়াণে বাংলা একাডেমির শোক
বাঙালি তরুণী জিতলেন ‘মিস ইংল্যান্ড’ মুকুট
লুক নিয়ে যতটা রিসার্চ করেছেন, ছবির কাহিনি নিয়েও ততটাই গবেষণা করেছেন পরিচালক। সৃজিতের কথায়, মুখার্জি কমিশনের একটা রিপোর্টের ভিত্তিতেই কাহিনির অনেকটা অংশ তৈরি। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী। ছবির মিউজিকের দায়িত্ব পালন করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী ইন্দ্রদীপ দাশগুপ্ত।