শত শব্দের গল্প সাহিত্য

টিফিন বক্স ।। ওমর ফারুক

নরসুন্দা ডটকম   এপ্রিল ১৭, ২০২০
টিফিন বক্স

এক’শ শব্দের গল্প:

টিফিন বক্স ।। ওমর ফারুক

ফজরের সময় মসজিদের পাশে গুঙ্গানির শব্দ পেয়ে সালামকে দেখতে পায় ইমাম সাহেব। দুপুরে হুঁশ ফিরে সালামের। দুর্বল শরীরে শুয়ে আছে সালাম। পাশে ইমাম সাহেব তসবিহ হাতে বসে আছেন আর ফুঁ দিচ্ছেন তাকে।

একসময় গার্মেন্টসে চাকরি করত সালাম, এখন একটা ব‍্যবসা। চট্টগ্রাম থেকে বাড়ি যাওয়ার পথে গতকাল একদল ছিনতাইকারীর কবলে পড়েছিল সালাম। ইমাম সাহেবের সেবায় সুস্থ হয়ে পরদিন সকালে বাড়ির দিকে রওয়ানা দেয় সালাম। পথে খাওয়ার জন্য একটা টিফিন বক্স ‘এ কিছু খাবার দিল ইমাম সাহেব। টিফিন বক্স টি দেখেই চমকে উঠলো সালাম।

স্মৃতিময় ভালোবাসায় সিক্ত হয়ে অশ্রুত চোখে তাকায় তার গোপন অতীতে। ঠিক একযুগ আগে এই বক্সটি সে তার জরিনাকে কিনে দিয়েছিল।

আরও পড়তে পারেন….
ধ্যাত্তেরিকা ।। তুহিন শুভ্র মন্ডল
করোনাকালে চৈত্রসংক্রান্তি ।। সানিয়া আফ্রিন
 জীবনের দাম ।। রমেন্দ্র নাথ ভট্টাচার্য

টিফিন-বক্স
ওমর ফারুক
গল্পকার, আলোরমেলা, কিশোরগঞ্জ।

About the author

নরসুন্দা ডটকম