মায়াহারী ।। এইচ এস রাজন
রোমেল প্রতিদিন সকালে পদ্মপারে দাঁড়িয়ে থাকে। কলা ভবনের সামনের পুকুরে ফোঁটে পদ্ম। গোবরে পদ্মফুল কথার যথার্থতা বহন করে চলছে পুকুরটি।
রোমেল অপেক্ষা করে মায়ার জন্য-
কি মমতায় ছেলেটি একটি পদ্মের উপর ভ্রমরের খেলা নিয়ে মেতে থাকে। একদিন রসিকতার মাত্রাকে চুন দিয়ে মুছে জিজ্ঞেস করেছিলাম –
আচ্ছা এই মায়া কে রে??
সে বললো-” মায়া হলো সৃষ্টি। মায়া একটি মায়া। সূর্য যখন একটি চন্দ্রমল্লিকাকে টোপর পড়ায় তখন মায়া এসে অবাক আবর্তে জাপটে ধরে আমার ব্রহ্মজ্ঞ। গোধূলি হলো মায়ার আসল প্রহর।সমস্ত গোধূলি একপাশে জড়ো হয়ে যে হলুদ গন্ধ ছড়ায় ওটাই মায়া।”
কথাগুলো একরকম মায়াময় আবেশ তৈরী করছিলো। আমি অবশ হয়ে দেখছিলাম একজন মায়াহারীকে…
আরও পড়তে পারেন….
ধ্যাত্তেরিকা ।। তুহিন শুভ্র মন্ডল
করোনাকালে চৈত্রসংক্রান্তি ।। সানিয়া আফ্রিন
টিফিন বক্স ।। ওমর ফারুক
এইচ এস রাজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
ত্রিশাল,ময়মনসিংহ।