।। কৃষ্ণচূড়া ।।
সিন্দুর খেলে সর্বাঙ্গে, হৃৎ-পোড়া আশ্বাস
রাঁধার খোঁপার কৃষ্ণচূড়ায় কানহার সর্বনাশ
লাল ফুলেতে অঙ্গ ঢাকা, টুকটুকে বৌ-সাজ
সমীরণ পৌঁছে অন্তর্দেশে ছুঁয়ে দেহের ভাঁজ
তরু দোলে নৃত্যতালে পক্ষিণী বাজায় শাঁখ
পূর্ণিমার চাঁদ জলের কণায় পাঠায় অনুরাগ
কৃষ্ণচূড়ার পাপড়ি যেন লাল ময়ূরের পুচ্ছ
জলে নেচে কলঙ্কিনী ঝরায় চূড়ার গুচ্ছ।
ঝরা চূড়া বেহুঁশ হলো রাধার চরণ পিষ্টে
সোনার হরিণ হয়নি পাওয়া এই ছিল অদৃষ্টে।