শত শব্দের গল্প সাহিত্য

সোশ্যাল ডিসট্যান্স ।। রাজেশ ধর

নরসুন্দা ডটকম   জুন ১৪, ২০২০
সোশ্যাল

একশ’ শব্দের গল্প>> সোশ্যাল ডিসট্যান্স ।। রাজেশ ধর 

‘করোনা…  ফাটানো গরম! ব্লাডব্যাঙ্ক  ফুটো! পাবলিককে কে বাঁচাবে!’

পুলিসের গ্যাস কেউ খায়? কিন্তু  না… ছোটকু ডায়লগ দিল,

‘দেশ আসলি চিজ…এইটুকু পারব না আমরা! আর মেজবাবু বাদা করেছে; পেটি কেস দেবে না!’

লে…ঠেকের সবকটাকে নিয়ে বেশ করে দুইয়ে নিল।

সাতদিন পর আবার পাশের থানায় শিবির। ছোটকু তো হিরো !  লুকিয়ে গেল ‘বেলাড’ দিতে! কিন্তু পেশার  জিরো…  ওখানকার সিভিকগুলো যা ক্যালালো না!

থানায় মেজবাবু ছিল না। বড়বাবু ভাগিয়ে দিল;

‘মাতাল-গেঁজেলের আবার মাল্যদান, কনডলেন্স! যা, যা…ক্লাবের সামনে ডেডবডি রাখবি না। সোজা শ্মশানে… সাতজনের বেশি গেলে… ঢুকিয়ে দেব!’

পেছনের দেয়ালে পোস্টারটা দুলছিল হাওয়ায়।

‘ লকডাউন… চিন্তা নেই…পুলিস দেবে রক্ত!’


রাজেশ ধর : গল্পকার, কলকাতা

ব্রহ্মপুত্র নদের পাড়ে কাশবন- মার্জিয়া লিপি

বদরুজ্জামান আলমগীরের কবিতা- বাউবাব

কবি ।। সুদীপ ঘোষাল 

About the author

নরসুন্দা ডটকম