শত শব্দের গল্প সাহিত্য

কবি ।। সুদীপ ঘোষাল

নরসুন্দা ডটকম   জুন ৮, ২০২০
সুদীপ

একশ’ শব্দের গল্প

কবি ।। সুদীপ ঘোষাল

যে ছেলেটা পূর্ণিমা পুকুরের জ্যোৎস্না ভিজে চাঁদ হওয়ার স্বপ্ন দেখতো সে চাঁদ ছুঁতে পারেনি।সমস্ত যোগ্যতার ফানুস সে উড়িয়ে দিয়েছিলো ঘাসের শিশিরে, বাতসের খেলায়। হেলায় সে হয়েছিলো ফাঁকা মাঠের রাজা। আলপথের মাটির গন্ধে তার যোগ্য সম্মানের ঘ্রাণ নিতো প্রাণভরে।সমস্ত চাওয়া পাওয়ার বাইরে অনুভূতির জগতে তার আসা যাওয়া।

বন্ধু বলতো, তোর ধনী হতে ইচ্ছে হয় না?

ছেলেটিসে বলে, তার আপন জগতে সে শুধু রাজা নয়, সম্রাট। তাই সে অবহেলায় যাপন করতো সাধারণ জীবন। সে জানে তার মত ধনী কমই আছে।বাতাসের রেণু, আকাশের হৃদয় আর সবুজের হাতছানিতে সে ছুটে চলে যেতো।সেখানে গিয়ে সে কথা বলতো আপন মগ্নতায়।

তার কথাগুলো হয়ে যেতো কবিতার পান্ডুলিপি…


সুুদীপ ঘোষাল : নন্দনপাড়া, খাজুরডিহি, পূূর্ববর্ধমান, পশ্চিমবঙ্গ

আরও পড়তে পারেন…..

সম্পাদকীয় ।। ফয়সাল আহমেদ

প্রাগৈতিহাসিক সময় পেরনো মেয়েটি ।। দেবনাথ সুকান্ত

লোকালের গান ।। রাজেশ ধর

যেতে বললেই চলে যাব নাকি!- প্রেমাঙ্কুর মৈত্র

About the author

নরসুন্দা ডটকম