ঈদ সংখ্যা ২০২০

সম্পাদকীয় ।। ফয়সাল আহমেদ

ফয়সাল আহমেদ   মে ২৪, ২০২০
সম্পাদকীয়

সম্পাদকীয় :

এমন পৃথিবী কখনো দেখিনি আমরা। এমন বাংলাদেশও নয়। করোনা নামক এক মহামারিতে স্তব্ধ হয়ে আছে সারা পৃথিবী। শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখতে গৃহবন্দি হয়ে আছে এই গ্রহের সমস্ত মানুষ।

সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের এতটা অসহায়ত্ব নিকট অতীতে আর দেখা যায়নি। চলতি বছরের শুরু থেকেই নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি আমরা। কবে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাব কিংবা একে নিয়ন্ত্রণে আনতে পারব, তাই নিয়ে যখন চলছে জোড় গবেষণা, ঔষধ আবিস্কার, নতুন নতুন চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন, ঠিক তখনই আঘাত আনল ঘূর্ণিঝড় আম্পান!

আম্পানের তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশ ও প্রতিবেশি রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গের লক্ষকোটি মানুষের জীবনযাত্রা। ঘূর্ণিঝড়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, ব্রীজকালভার্টসহ অবকাঠামোর পাশাপাশি ঘরবাড়ি, কৃষি এবং চিংড়ি ঘেরসহ মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে মারা গেছেন প্রায় ১৬ জন। অন্যদিকে সুপার সাইক্লোন আম্পানের আঘাতে পশ্চিমবঙ্গে প্রাণ হারিয়েছেন প্রায় শতাধিক মানুষ। এই সময়ে কারোরই মন ভালো নেই

প্রিয় পাঠক, এমনই এক পরিস্থিতে আমরা নরসুন্দা ডট কম ঈদ সংখ্যা প্রকাশ করেছি। এমন আয়োজন আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। বলা যায়, খুবেই অল্প প্রস্তুতিতে ঈদ সংখ্যা ২০২০ প্রকাশের কাজটি সম্পন্ন করেছি। এতে রয়েছে মোট ২০টি লেখা। এরমধ্যে গল্প১০টি, কবিতা৬টি, মুক্তগদ্য২টি, প্রবন্ধ১টি স্মৃতিকথা১টি। জানি না, আমাদের এই আয়োজন আপনাদের কতটুকু ভালো লাগবেভালো লাগলেই কেবল আমাদের পরিশ্রম সার্থক হবে

ঈদ সংখ্যার এই আয়োজনটি সফল করতে টিম নরসুন্দার সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন। তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ প্রিয় পাঠক আপনাদের। আপনারা নরসুন্দার সাথে আছেন বলেই আমরা স্বপ্ন দেখি নরসুন্দাকে এগিয়ে নিয়ে যাওয়ার

পৃথিবীর এই দুঃসময়ে বছর ঘুরে আবারও ঈদ এসেছে, রাত পোহালে কাল ঈদ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাঈদ মোবারকএবারের ঈদ উদযাপন ঘরে বসেই করুণ, নিরাপদে থাকুন। কল্যাণ হোক সকলের।

সম্পাদক

নরসুন্দা ডট কম


নরসুন্দা ঈদ সংখ্যার সকল লেখার লিংক:

যেতে বললেই চলে যাব নাকি!- প্রেমাঙ্কুর মৈত্র

রাজপুত্তুরের গল্প ।। সোমেন চন্দ

তবুও বাঙালি ।। তাপস দাস

লোকালের গান ।। রাজেশ ধর

নোভেল ভাইরাস ।। উপল হাসান

টান ।। মাজহার মান্না

ত্রাণ ও জনসেবা বিষয়ক একটি নিরীহ গল্প ।। মুহাম্মদ শামীম রেজা

কাক ।। অনিন্দ্য আসিফ

চুপমানুষ ।। সুস্মিতা চক্রবর্তী

আমার দু’আনার নাট্যজীবন ও বালুরঘাটের নাট্যচর্চা : তুহিন শুভ্র মন্ডল

আমাদের গ্রামে যদি রাক্ষস না থাকত ।। সৌরভ চক্রবর্তী

স্বপ্নের জানাজা ।। দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়

দেবেশ রায় : বিপরীত স্রোতের গল্পকার- রাজু বিশ্বাস

শাড়ি ।। আমিনুল ইসলাম সেলিম

কবিতা ।। দীপক মান্না

কবিতাগুচ্ছ ।। ইন্দ্রনীল সুমন

অতনু রায় এর কবিতা

কবিতা : শুভংকর পাল

অস্তরাগ ।। সৈয়দ কামরুল হাসান

লাল পাসপোর্ট ।। গাজী মহিবুর রহমান

About the author

ফয়সাল আহমেদ