ফিচার

অষ্টগ্রামের শীতার্ত মানুষের পাশে গ্রো ফাউন্ডেশন

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ১২, ২০১৬

বরাবরের মতো এবারও শীতার্ত  অসহায় মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন গ্রো ফাউন্ডেশন।

এবার কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের সদর ও কাস্তুল ইউনিয়নের আসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো সংগঠনটি।

আজ সোমবার ১২ ডিসেম্বর দুপুরে অষ্টগ্রাম উপজেলার মজুমদার পাড়া বিধূভূষণ দেবের বাড়িতে প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

002

অনুষ্ঠানে অতিথি হিশেবে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের সাঈদ, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালুয়া ঠাকুর,  নারীনেত্রী এডভোকেট মায়া ভৌমিক, নারীনেত্রী আতিয়া বেগম, এডভোকেট গাজী এনায়েত, কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধা কৃষ্ণ।

এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ কার্যক্রমটি সমন্বয় করেন গ্রো ফাউন্ডেশনের প্রতিনিধি ও নরসুন্দা ডটকমের নির্বাহী সম্পাদক পংকজ দেব।

একটু উষ্ণতা পৌঁছে দেয়ার জন্য গ্রো ফাউন্ডেশন এর এই উদ্যোগের সাথে মিডিয়া পার্টনার হিসেবে অাছে নরসুন্দা ডটকম ।

 

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment