।। নরসুন্দা ডটকম ।।
সুইস পর্বতারোহী উয়েলি স্টেক পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে এক অভিযানের সময় নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা।
চল্লিশ বছর বয়স্ক উয়েলি স্টেক পর্বতাারোহণের জন্য বহু পুরস্কার পেয়েছেন, এবং তিনি দ্রুতগতিতে পর্বতে ওঠার ক্ষমতার জন্য সুপরিচিত ছিলেন। তাকে অনেকে ‘একজন কিংবদন্তী’ বলেও আখ্যায়িত করেছেন এবং তাকে নিয়ে তৈরি হওয়া সিনেমা নতুন প্রজন্মের অনেককে পর্বতারোহণের প্রতি আকৃষ্ট করেছে।
তিনি অক্সিজেন ছাড়াই নতুন একটি পথ দিয়ে এভারেস্ট শৃঙ্গে ওঠার অভিযানের জন্য প্রস্তুত হচ্ছিলেন। সে সময় এক দুর্ঘটনায় তিনি নিহত হন বলে জানিয়েছেন নেপালী পর্যটন অফিসের কর্মকর্তারা।
তার মৃতদেহ হেলিকপ্টারে করে নামিয়ে এনে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে।