দেশ-বিদেশ

সরে দাঁড়াচ্ছেন রানি এলিজাবেথের স্বামী

নরসুন্দা ডটকম   মে ৫, ২০১৭

ব্রিটেনের রানির স্বামী আগামী সেপ্টেম্বর থেকে সবধরনের রাজকীয় দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

৯৬ বছর বয়স্ক প্রিন্স ফিলিপ নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, ৯৬ বছর বয়স্ক প্রিন্স ফিলিপ, যাকে ডিউক অব এডিনবরা উপাধি দেওয়া হয়েছে, নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। রানি তার এই সিদ্ধান্ত সমর্থন করেছেন।

ব্রিটেনের সংবিধান অনুযায়ী রানি এদেশের রাষ্ট্রপ্রধান। ফলে বিদেশী অতিথি আপ্যায়ন এবং বিদেশ সফরসহ প্রিন্স ফিলিপকেও নানা আনুষ্ঠানিকতা যোগ দিতে হয়।

২০১৬ সালেও ১১০ দিন নানা অনুষ্ঠানে কখনো একা অথবা রানির সাথে বিভিন্ন রাজকীয় দায়িত্ব পালন করেছেন প্রিন্স ফিলিপ।

ব্রিটেনের ৭৮০ টি প্রতিষ্ঠানের সাথে হয় পৃষ্ঠপোষক, নয় প্রধান অথবা সদস্য হিসাবে প্রিন্স ফিলিপের সংশ্লিষ্টতা রয়েছে।

সূত্র বলছে – তিনি এসব প্রতিষ্ঠানের সাথে থাকবেন, কিন্তু কোনো দায়িত্ব পালন করবেন না।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment