গত বছর এই দিনে ঘোষণা দিয়ে ছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে এনিমেটেড ফিচার ফিল্ম বানানো হাতে নিয়েছি। সিনেমাটির নাম Surviving 71 – An Untold Story of an Unknown War। একেবারে যেহেতু ফিচার ফিল্ম করা সম্ভব না, সেহেতু আমরা টিজার, ট্রেইলার, করে প্রথমে একটা শর্ট বানাবো। তারপর ফিচার। এই ছিল পরিকল্পনা। ভাবলাম এক বছরের একটু আপডেট আপনাদের জানাই।
প্রথমে ক্ষমা চাচ্ছি, যে গতিতে আমরা কাজ করবো ভেবেছিলাম, তার চার ভাগের এক ভাগ গতিতে কাজ করার জন্য। এর পেছনে অনেক রকম কারণ আছে। পর্যাপ্ত লোকবল বা ফান্ড থেকে শুরু করে ব্যাক্তিগত শরীর খারাপ ইত্যাদি ইত্যাদি। দুঃখজনক হলে সত্যি, শুরুতে আমরা যারা কাজ শুরু করেছিলাম, তাদের বেশ কয়েকজনকে আমরা না না কারণে মাঝপথে হারিয়ে ফেলেছি। যাতে গতি কমে আসে অনেকটাই। তবে এইসব অজুহাত দিয়ে ঠিক লাভ নেই, কারণ প্রজেক্টের দলনেতা হিসেবে এই সাময়িক ব্যর্থতার দায়ভার আমারই। 🙂 বরঞ্চ এরচেয়ে গ্লাসের অর্ধেক কিসে কিসে পূর্ণ হল তা বলা যায়।
প্রথম টিজারের জন্য যে যে ডিজাইন দরকার তা প্রায় সম্পন্ন হয়েছে। শুরু হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ডের কাজ। এদিকে এনিমেশন টেস্ট শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা টিজারের জন্য ভয়েস রেকর্ড শুরু করবো। এদিকে মিউজিকের কাজ চলছে টিজারের জন্য। সাথে চলছে এফএক্স এর কাজ। যদি আল্লাহতায়ালা আমাদের সাথে থাকেন, আমরা ইনশাআল্লাহ ২৬ মার্চ ২০১৯ এ টিজারটা লঞ্চ করবো। যদিও আমাদের প্রথমে ইচ্ছা ছিল আমরা মূলত টু-ডি এনিমেশন করবো। আমরা ঠিক করেছি, বিশেষ বিশেষ বস্তু, যেমন যানবাহন, অস্ত্র সস্ত্র, বা পরিবেশ আমরা করবো থ্রি-ডি তে এবং পরে সেটা রেন্ডার করা হবে টু-ডি তে। এই জিনিসটি আমরা আগে কখনো করিনি। রিসার্চ করে চেষ্টা করবো ঠিকঠাক মত করার। যদি হয় তাহলে আমরা দৃশ্যগুলোতে আরো গভীরতা দিতে পারবো। বর্তমানে পৃথিবীর সব জনপ্রিয় টুডি এনিমেশনগুলো এই টেকনিক খুব ব্যবহার করছে। টিজারে অতিথি ভয়েস হিসেবে থাকবে চমক। সেই সাথে আমাদের একটি খুব চমৎকার গানও করা হয়েছে যা কে গাচ্ছে, কে লিখেছে, কবে বের হচ্ছে এখনি বলছি না। সব কিছু জমা থাকুক ২৬ মার্চ, ২০১৯ সালের স্বাধীনতা দিবসের জন্য।
আপনারা যারা সাথে ছিলেন তাদের প্রতি আবারো ভালবাসা। আপনারা জানেন এনিমেশন সিনেমা করা খুবই সময় সাপেক্ষ একটি কাজ। আশা করি ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আর আমরাও চেষ্টা করবো একেবারে সর্বোচ্চ আউটপুটটি দিতে। এইতো। নোট: লেখা লেখকের ফেসবুক ওয়াল থেকে সংগ্রহ।