কবিতা সাহিত্য

কবি হাসনা হেনার কবিতার পাতায়

Md. Sohel Ahmed Khan   নভেম্বর ৭, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

অভিশপ্ত সভ্যতা

হাসনা হেনা

 

বিবেক মানবতা মনুষ্যত্ব
আত্মার শুদ্ধতা সবটুকুই আজ
কাফনের কাপড়ে মুড়ে
মাটির নীচে করা হয়েছে দাফন।
পৈচাশিকতার উল্লাসে মত্ত আজ
মানুষরূপী কিছু শকুন।
যারা ঝাঁপিয়ে পড়েছে নির্দিধায়
ছোট মানব শিশুর উপর
তার আর্তচিৎকারে কেঁদেছে প্রকৃতি
আঁধারের চাদরে লজ্জায় মুখ ঢেকেছে
চোখ ধাঁধানো দিনের আলো
আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ
(
এদের সৃষ্টি শ্রেষ্ঠ জীব বললে ভুল হবে)
তখন নির্লজ্জতার নগ্ন উল্লাসে
মত্ত হয়ে কেড়ে নিলো অবুঝ
কচি প্রাণের স্পন্দন।

আজ চারদিকে ছাইচাপা আগুনের উত্তাপ
প্রতিবাদে ভারী আকাশবাতাস।
আগুন নিভে যাবে কালের চক্রে।
এভাবেই ভুলে যাবে ছোট্ট শিশুদের
লাশ হবার কাহিনী।
কবরে চাপা পড়ে রয়
মানবতার কতশত মৃত্যুর কাহিনী।
শুধু রয়ে যায় সন্তান হারা মায়ের কান্না।
অভিশাপে অভিশপ্ত এই
মানবতার গলিত লাশে পূর্ণ
আমাদের এই আজকের ধুসরিত
বিবেকবোধ হীন সভ্যতার কম্বল।

About the author

Md. Sohel Ahmed Khan