এই মুহূর্তে বলি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত ছবিগুলির অন্যতম আমির খানের ‘মহাভারত’। এক হাজার কোটি টাকার এই ছবির অন্যতম প্রযোজক এবং অভিনেতা আমির। শোনা যাচ্ছে এই বিগ বাজেট প্রজেক্টের সহ প্রযোজনার দায়িত্বে থাকবেন মুকেশ অম্বানী। সিনে বিশেষজ্ঞ রমেশ বালা সোশ্যাল মিডিয়ায় মুকেশ অম্বানীর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকার খবর জানিয়েছেন।
স্বপ্নের এই প্রজেক্টে আমির খানকে দেখা যেতে পারে কৃষ্ণের চরিত্রে। আমির নিজে এ কথা এখনও প্রকাশ্যে না জানালেও তা বলেছেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকার শাহরুখ বলেন, “মহাভারতের কৃষ্ণ আমার খুব পছন্দের চরিত্র ছিল। কিন্তু সেটা তো করতে পারব না। আমির করছে ওটা।”
গত বছরই এই ছবির কথা ঘোষণা করেছিলেন আমির। বলিউডের বেশ কিছু অভিনেতার প্রাথমিক বাছাইও হয়ে গিয়েছিল। কিন্তু কোন চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।
দীর্ঘদিন ধরেই মহাভারত বানানোর স্বপ্ন দেখছেন আমির খান। তবে মহাভারতের মতো মহাকাব্যকে পর্দায় আনা কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই নিচ্ছেন আমির। পাঁচটি পর্বে রিলিজ হবে মহাভারত। সিনেমা তৈরি করতে লাগবে ১০ বছর। বিষয়টি আরও নিশ্চিত করেছে আমিরের একটি সিদ্ধান্ত। রাকেশ শর্মার বায়োপিক ছেড়ে দিয়েছেন বলিউডের সুপারস্টার।
মহাভারতের প্রযোজনায় থাকবেন আমির খান নিজেই। জল্পনা ছিল, কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে পারেন আমির। তবে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। তবে শোনা যাচ্ছে, আমির খান এখনও দোটানায় রয়েছেন। যেকোনও চরিত্র নিয়ে আমির কতটা খুঁতখুঁতে, তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলে ১০ বছর লেগে যাবে। সেক্ষেত্রে অন্য কোনও সিনেমাতে অভিনয় করতে পারবেন না তিনি। সেটা কেরিয়ারের পক্ষে কতটা মঙ্গলজনক হবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি। এর পাশাপাশি মহাভারতের মতো বড় প্রকল্পে প্রোডাকশন ও অভিনয়ে একসঙ্গে মনোনিবেশ করা কতটা সম্ভব, তাও আমিরের ভাবনাচিন্তায় রয়েছে।এসব নিয়ে বলিউডে চলছে নানা অলোচনা। শেষ পর্যন্ত কি হয়, জানার জন্য অপেক্ষা তো করতেই হবে।