দেশ-বিদেশ

যুক্তরাষ্ট্রে সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী মিশেল ওবামা 

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ২৯, ২০১৮

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আমেরিকার সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। গ্যালপ পোলের এক মতামত জরিপে এই ফলাফল জানা যাচ্ছে। তার এই নির্বাচনের মধ্যে দিয়ে তালিকার শীর্ষে থাকা হিলারি ক্লিনটনের শ্রেষ্ঠত্বের অবসান ঘটলো।

মিসেস ক্লিনটন – যিনি সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি — ১৭ বছর ধরে সবচেয়ে শ্রদ্ধাভাজন নারীর আসনটিতে বিরাজমান ছিলেন।

কিন্তু এবার তার অবস্থান তালিকার তৃতীয়তে। দ্বিতীয় স্থানটি দখল করেছে জনপ্রিয় টক-শো হোস্ট ওপরাহ্ ইউনফ্রি।

এই মতামত জরিপের পুরুষদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধাভাজন হিসেবে উত্তরদাতারা বেছে নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে।

তিনি গত ১১ বছর ধরেই এই সম্মানটি পেয়ে আসছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

গ্যালপ পোল ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই মতামত জরিপটি পরিচালনা করে আসছে। তবে শুধুমাত্র ১৯৭৬ সালে কোন জরিপ হয়নি।

এই জরিপে ১০২৫ প্রাপ্তবয়স্ক উত্তরদাতাকে বিশ্বের যে কোন জায়গা থেকে তাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন মানুষটিকে বেছে নিতে বলা হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।

আরো পড়তে পারেন….

গল্প বিষয়ক ত্রৈমাসিক সাময়িকী “গল্পদেশ” নিয়ে পাঠ প্রতিক্রিয়া লিখেছেন : পান্থজন জাহাঙ্গীর

মহাভারত’-এ কৃষ্ণ হচ্ছেন আমির- শাহরুখ খান

About the author

নরসুন্দা ডটকম