দেশ-বিদেশ

ওয়াশিংটন ডিসি দ্বিতীয় বইমেলা শুরু

নরসুন্দা ডটকম   জুন ২৩, ২০১৯

বৃহত্তর ওয়াশিংটন ডিসি দ্বিতীয় বইমেলা শুরু হয়েছে। শনিবার ভার্জিনিয়ার আর্লিংটনের পেন্টাগন সিটি শেরাটনের গ্র্যান্ড বলরুমে দুই দিনব্যাপী এই বইমেলা শুরু হয়। ‘আমরা বাঙালি ফাউন্ডেশন’ এই বইমেলার আয়োজন করেছে। শনিবার সকালে সংগঠনের প্রধান সমন্ময়ক সামিনা আমিনের সূচনা বক্তব্যের পর মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মেলায় পরিবেশন করা হয় নৃত্য ও কবিতা পাঠ। বিকেলের অধিবেশনে সাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, আনিস আহমেদ ও আমিনুল ইসলামসহ বিভিন্ন লেখকের বই নিয়ে আলোচনা করা হয়। প্রখ্যাত সেতারা বাদক আলিফ লায়লার মনোমুগ্ধকর পরিবেশনা দর্শনার্থীদের বিমোহিত করে। সবশেষে ধন্যধন্য বলি তারে, ম্যাজিক শো ও পঞ্চকলির গানের মধ্য দিয়ে প্রথমবারের বইমেলা শেষ হয়।

আজ রোববার শেষ দিনে অতিথিদের সাথে প্রাতঃরাশ, প্রজন্মের কিছু কথা, ব্র্যাক প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সাথে ড. ফখরুদ্দিন আহমেদ ও রোকেয়া হায়দারের আলাপন, বর্ণে বর্ণে বাঙালি, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংবাদিক-কবি আনিসুল হক ও ডঃ আব্দুন নুরসহ বিভিন্ন লেখকের বই নিয়ে আলোচনা, গান, নাটক, ছড়া, কবিতা, গল্প বলা, কবিদের সাথে আড্ডা, লালনের গানসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা বাঙালি ফাউন্ডেশন, সর্বজন কথা, পুথিনীলয়, অংকুর, স্বদেশ, শৈলী, প্রথম আলো, প্রীতম, সময়, ঘুংঘুর, আহমেদ পাবলিশিং, নালন্দা, কল্লোল, কথা প্রকাশ, আনন্দময়ী, পঙ্খীরাজ, অন্য প্রকাশ, সন্দেশ, বিপিএলসহ বেশ কিছু প্রকাশনী এবারের বইমেলায় অংশগ্রহণ করেছে।

আরো পড়তে পারেন…

কানাডার গ্লোবাল টি-২০ লিগে খেলবেন সাকিব আল হাসান

অভিনয় শিল্পীসংঘের নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক নাসিম

গ্রীন এডুকেটর হিসাবে পুরষ্কার পাচ্ছেন নদী ও পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল

About the author

নরসুন্দা ডটকম