খেলাধুলা

বিশ্বকাপের মধ্যেই বড়সড় শাস্তি বিরাট কোহলির

নরসুন্দা ডটকম   জুন ২৩, ২০১৯

এবার বিশ্বকাপের মধ্যেই বড়সড় শাস্তি পেলেন বিরাট কোহলি। ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হল এই তারকা ক্রিকেটারের কাছ থেকে। তাঁর বিরুদ্ধে অভিযোগও বেশ বড়সড়! আম্পায়ারের সঙ্গে নাকি অভব্যতা করেছেন। মাঠে ক্যাপ্টেন কোহলি আগ্রাসনের প্রতিমূর্তি। কোনওভাবেই হার মেনে নিতে পারেন না তিনি। মাঠে নামার উদ্দেশ্যই থাকে জয়। এমন আগ্রাসী ক্রিকেটের জন্যই কোহলির এবার শাস্তি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর।জানা গিয়েছে, আম্পায়ারের কাছে গিয়ে কোহলি অতিরিক্ত আবেদন জানাচ্ছিলেন। আম্পায়ার আলিম দারের তা আপত্তিজনক মনে হয়েছে। আইসিসির কোড অব কনডাক্টের ধারা ২.১ এর নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার অথবা ও সাপোর্ট স্টাফ যদি আন্তর্জাতিক ম্যাচে অতিরিক্ত আবেদন জানান তা হলে এই ধারার লঙ্ঘণ করা হয়।

ম্যাচের ২৯তম ওভারে কোহলি এমন কাণ্ড ঘটান। অন ফিল্ড আম্পায়ার আলিম দার ও রিচার্ড ইলিংওর্থ, তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো এবং ফোর্থ আম্পায়ার মাইকেল গুফ রেফারির কাছে কোহলির বিরুদ্ধে রিপোর্ট জমা দেন। এমন ঘটনায় কোহলির নামের পাশে আরও একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। ২০১৬ সালে আইসিসি-র কোড অফ কনড্যাক্ট নতুন করে পরিমার্জনা করা হয়। তারপরে এই নিয়ে দ্বিতীয়বার শাস্তির সামনে পড়লেন কোহলি। ২০১৮ সালের ১৫ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া টেস্ট ম্যাচে এই দোষ করেছিলেন তিনি। কোহলিও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, কোহলি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় নতুন করে শুনানির প্রয়োজন হয়নি।

আরো পড়ুন…

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে

শাকিব খান পেলেন ইউটিউবের ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’

About the author

নরসুন্দা ডটকম