দেশ-বিদেশ

“আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আমার বাসায় এসেছিলেন”

নরসুন্দা ডটকম   আগস্ট ২০, ২০১৯
রামনাথ কোবিন্দ

ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গেল রোববার তিনি দক্ষিণ মুম্বাইয়ে লতা মঙ্গেশকরের বাসায় যান। এ সময় তিনি লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। রাষ্ট্রপতির সঙ্গে আরও উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ ও তাঁদের মেয়ে স্বাতী কোবিন্দ, মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও ও তাঁর স্ত্রী বিনোদা রাও এবং মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে। পরে লতা মঙ্গেশকর নিজেই তা টুইটারে জানিয়েছেন। এ সময় তাঁরা কুশল বিনিময় করেন। একটি জাদুঘর উদ্বোধন করতে গতকাল মুম্বাই যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর লতা মঙ্গেশকরকে ক্যামেরাবন্দী করা হয়। সেই ছবি দিয়ে টুইটারে দিয়ে লতা মঙ্গেশকর লিখেছেন, ‘নমস্কার, আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আমার বাসায় এসেছিলেন। আরও এসেছিলেন রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ ও তাঁদের মেয়ে স্বাতী কোবিন্দ, মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও ও তাঁর স্ত্রী বিনোদা রাও এবং মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে। তাঁদের সঙ্গে এই সাক্ষাতে আমি সম্মানিত বোধ করছি।’

টুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘লতাজির সঙ্গে দেখা করে গর্ব বোধ করছি। তাঁর সুস্বাস্থ্য কামনা করছি। তিনি ভারতের গর্ব। তাঁর সুমিষ্ট কণ্ঠস্বর আমাদের মুগ্ধ করে। সরলতা আর করুণা দিয়ে তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন।’

আরো পড়তে পারেন….

রেসলিং তারকা দ্য রক আবার বিয়ে করলেন

সানি লিওন এবার বাংলাদেশি সিনেমায়

About the author

নরসুন্দা ডটকম