শত শব্দের গল্প সাহিত্য

সেলসম্যান: আসাদ সনি

নরসুন্দা ডটকম   এপ্রিল ১০, ২০২০
এক’শ শব্দের গল্প: সেলসম্যান: আসাদ সনি

এক’শ শব্দের গল্প:

সেলসম্যান: আসাদ সনি

আমি একটা ফ্যাশন হাউজের শোরুমে সেলসম্যান হিসেবে চাকরি করি। আমি পোস্টগ্রাজুয়েট। সরকারি চাকরির বয়স শেষ।
এমন না যে আমি mp3 বই কম পড়েছি, চাকরির ইন্টারভিউ খারাপ দিয়েছি। ঘুষ ও মামা কোনটাই আমার নাই।
আমি তখন MP3 মুখস্থে রাতদিন ব্যস্ত। এডভোকেট বন্ধু দেবাশীষ একদিন বলল, ‘ এইসব আজাইরা পড়া বাদ দিয়া ২ বছরের এলএলবি টা কর, কোর্টে আয়।’ ওর কথা কানে দেই নি। সেলম্যানের চাকরিটা এক মামাশ্বশুরের কল্যাণে পাওয়া।
সদ্য বিয়ে করেছি। বউ গ্রামের বাড়িতে মা-বাবার সাথে থাকে।বিশ্বজুড়ে করোনা আতংক। দেশে লকডাউন চলছে। শোরুম অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমার চাকরিটা নেই। মেসে একা হোম কোয়ারেন্টাইনে। ফেসবুক চালাই৷
মেসেঞ্জারে মেসেজ এসেছে সেই পুরোনো আইডি থেকে,
-তুমি কি সত্যিই মৌরিকে ভালোবাসতে?’
মৌরি! আহহ্! দীর্ঘশ্বাস!
মৌরির স্বামী আমারই মতো কোনো সেলসম্যান!
আসাদ সনি

আসাদ সনি : কবি ও গল্পকার

আরো পড়ুন…এক’শ শব্দের গল্প

About the author

নরসুন্দা ডটকম