শত শব্দের গল্প সাহিত্য

ঘাসফুল : আলিফ আলম 

নরসুন্দা ডটকম   এপ্রিল ১০, ২০২০
এক’শ শব্দের গল্প ।। ঘাসফুল : আলিফ আলম 
এক’শ শব্দের গল্প:
ঘাসফুল: আলিফ আলম
বাইরে আজ এক রোদেলা দিন, আকাশ তার সবটুকু নীল ঢেলে, নীল শাড়িতে সেজেছে ! শফিক জরুরি কাজে ব্যাংকে ঢুকল, আর আমি বাইরে গাড়িতে বসা। হঠাৎ আমার হাতের ঠিক ডান দিকে পার্ক করা, কালো রঙের একটা গাড়িতে চোখ পড়ল।
চকচকে চেহারার লম্বাটে এক বিদেশী তরুণ, বয়স বাইশ কিংবা তেইশ হবেঘাস থেকে একটা হলুদরঙা ঘাসফুল ছিঁড়ে, তার গাড়িতে উঠার সময় খেয়াল করলাম, গাড়িতে তার প্রেমিকা বসে আছে।
ঘাসফুলটা এগিয়ে ধরতেই,  তার প্রেমিকার দাঁতে যে রোদেলা হাসি খেলে গেল, তা দেখে মনে হল ভালবাসা প্রকাশের জন্য হীরার আংটি কিংবা দামি উপহার লাগে না , সামান্য  ঘাসফুল দিতেও দারুণ, সুন্দর  মুহূর্ত তৈরি করা যায়। 
আরো পড়তে পারেন….

আলিফ আলম : গল্পকার।

About the author

নরসুন্দা ডটকম