এক’শ শব্দের গল্প:
প্রতীক্ষা : এরশাদুল হক
সকাল ৭ঃ৩০।ভৈরবী-বাঁধা এলার্মের সুরে ঘুম ভাঙে তাপসের। আপাতত গৃহ শিক্ষকতা নেই; করোনাবন্দি মানবজীবন। দিনগুলো দুঃস্বপ্নের ভিতর ঢুকে যাচ্ছে-বড় হচ্ছে মৃত্যুর মিছিল। এই একলা সময়ে ভাবপরীর কথা খুব মনে পড়ে। ৩মাস যোগাযোগ নেই।
কারণ ছাড়া মনের খেয়ালে এভাবে যোগাযোগ না থাকার কথা না- কি হলো ভাবপরীর?
ছেড়ে চলে গেলো তাকে?
উত্তর মেলে না!
হঠাৎ জানালার পাশে ছোট্ট গাছটিতে দৃষ্টি গেল। নিমিষেই একটা ঘুঘুপাখি উড়ে যায়। ডানার ঝাঁপটায় পাখির বাসায় ডিমদুটো সামান্য দুলছে। নিথর-নিস্তব্ধ ডিমদুটোর ভিতরে প্রাণের স্পন্দন নতুনভাবে জাগিয়ে তুলে তাপসকে; চোখ বুজে শুনতে পায় পৃথিবীব্যাপি মানুষের জয়ধ্বনি। স্বপ্ন দেখে কোনো এক ভোরে ভাবপরীর ভৈরবী-বাঁধা ফোনকলের সুরে ঘুম ভেঙেছে। শেষ হয় তার প্রতীক্ষা!
আরো পড়রে পারেন….