শত শব্দের গল্প সাহিত্য

তবুও জীবন ।। রাজেশ ধর

নরসুন্দা ডটকম   এপ্রিল ১৩, ২০২০
জীবন

এক’শ শব্দের গল্প:

তবুও জীবন ।। রাজেশ ধর

ষাট-সত্তরে সবাই চলে যাচ্ছে। অথচ বিরাশিতেও সুনয়নার কপাল খোলে না। দিনরাত ঠাকুরকে ডাকে

‘ নাও আমায়। নাও…!’

ছেলে- বৌ-মেয়ে-জামাই, কেয়ার-টেকার, ডাক্তার, … কারুর প্রতি কোন নালিশ নেই। এমনটাই তো চেয়েছিল ও। সুখের সংসার, অ্যামেরিকায় ছেলে মেয়ের চাকরি, ভালো ওল্ড-এজ-হোম! সব হয়েছে , আর কী!

এমন সময় শুকনো কাশি, জ্বর। কেয়ার টেকার দেরি করল না। অ্যাম্বুলেন্সে সুনয়না খুব খুশি। শিকে ছিড়েছে…! তারপর আই-সি-ইউ… ভেন্টিলেটার। কিন্তু লটারি লাগল না! হাসপাতাল-কোয়ারানটিনে একমাস কাটল।

এখন রুম থেকে বেরুতে দেয় না ওকে। তবু খুব খুশি। সারাদিন জানালা দিয়ে আকাশ দেখে! আগে কোনদিন দেখেনি! কত রঙ…দম যখন বন্ধ হয়ে আসে… কী কষ্ট! নাহ্‌… মরে লাভ নেই!

আরও পড়তে পারেন….

গোধূলি ।। খায়রুল বারী

অবাঙ্মানসগোচর ।। সত্যজিৎ রায় মজুমদার

ঠিকানা বদল ।। ফেরদৌস ওয়াহিদ

রাজেশ ধর

রাজেশ ধর : গল্পকার, কলকাতা

About the author

নরসুন্দা ডটকম