খিদে ।। রমেন্দ্র নাথ ভট্টাচার্য
দশরথ রাজমিস্ত্রির জোগাড়ে। লকডাউনের বাজারে কাজ বন্ধ। কিন্তু পেট তো মানে না। বউটা শাক পাতা বেচে দুটো পয়সা ঘরে আনতো। ঘর-বন্দির ঠেলায় সেটাও শিকেয়। আধপেটা খেয়ে তবুও চলছিল। এবার নির্ঘাৎ উপোস।
দশরথ বউকে বলল, ‘দ্যাখ বউ, শরীরটা হঠাৎ কেমন করতেছে। আমারে হাসপাতালে নে চল দিনি’।
হাসপাতালে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন- কী হয়েছে ?
-এঁজ্ঞে জ্বর, সর্দি, কাশি…
-শ্বাস কষ্ট হয় ?
দশরথ হাঁপাতে থাকে।
-পাশের ঘরে যাও। তোমার লালা টেস্ট হবে।
ঘন্টা চারেক পর অ্যাম্বুলেন্স চেপে দশরথ আর তার বউ কোয়ারান্টাইন শিবিরে পৌঁছল। দশরথ বউয়ের দিকে মুচকি হেসে বলল, ‘ভাবিস নি। আমার কিচ্ছুটি হয় নি। এখানে দুটো হপ্তা খেতে তো পাব’।
বিশ্ব বসুন্ধরা দিবস: এখন ঘরে বসে পৃথিবীকে মনে রাখার দিন- তুহিন শুভ্র মন্ডল