দেশ-বিদেশ

অবশেষে নোবেল নিয়ে নীরবতা ভাঙ্গলেন বব ডিলান

নরসুন্দা ডটকম   October 29, 2016

নরসুন্দা ডটকম ডেস্ক:

মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান অবশেষে তার নোবেল প্রাপ্তির বিষয়ে নীরবতা ভেঙ্গেছেন। সাহিত্যে নোবেল প্রাপ্তির প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর প্রতিক্রিয়ায় ডিলান বলেছেন, ওই পুরস্কারের ঘোষণা তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল।

নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছেন, বব ডিলান টেলিফোন করে তাদের জানিয়েছেন, সাহিত্যে নোবেল প্রাপ্তিতে তিনি সম্মানিত বোধ করেছেন এবং ওই পুরস্কার তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল।

তবে ডিসেম্বরে সুইডেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আসবেন কিনা, তা তিনি জানাননি।

যদিও জানা যাচ্ছে যে, যুক্তরাজ্যের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ডিলান বলেছেন, তিনি সশরীরেই পুরস্কার গ্রহণ করবেন। এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি অবিশ্বাস্য আর কল্পনার বাইরে ছিলও বলেও ওই সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন।

আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন ধরণের কাব্যিক গান যোগ করার জন্য এ বছর বব ডিলানকে সাহিত্যে নোবেল দেয়া হয়।

কিন্তু এ বিষয়ে দিনের পর দিন তাঁর নীরবতা নিয়ে অনেকের কাছেই প্রশ্ন তৈরি হয়।

কয়েকদিন আগে নোবেল কমিটির একজন সদস্য একে ‘অভব্য আচরণ’ বলে সমালোচনা করেন।

নোট: সূত্র বিবিসি ও ছবি-সংগ্রহ।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment