দেশ-বিদেশ

মোদির প্রশংসায় শাহরুখ

নরসুন্দা ডটকম   November 10, 2016

নরসুন্দা ডটকম ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় এবার শাহরুখ খান।

৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে কালোটাকায় রাশ টেনেছে কেন্দ্র। সোশাল সাইটে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করেছে বলিউড। এবার মুখ খুললেন শাহরুখও।

টুইটারে লিখলেন, ‘‌দূরদর্শী। খুবই স্মার্ট। মোটেও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নয়। ভারতীয় অর্থনীতিতে বিপুল পরিবর্তন আনবে। দারুণ পদক্ষেপ @‌নরেন্দ্র মোদি।’‌

বিরোধীরা বারবার বলছে, রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং ব্যর্থতার থেকে নজর ঘোরাতেই এসব করছে মোদি সরকার।

তবে অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, অনুষ্কা শর্মা, অজয় দেবগণ, সুনীল শেট্টিরা আপাতত এসবে কান দিচ্ছেন না। সূত্র: আজকাল।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment