দেশ-বিদেশ

বাতিল নোট? কোন সমস্যা নাই

নরসুন্দা ডটকম   November 16, 2016

নরসুন্দা ডটকম ডেস্ক:

নোট বাতিলের জেরে দুর্ভোগে সারা দেশের মানুষ। ক্ষতিগ্রস্ত একাধিক রাজ্যের ব্যবসা।

কিন্তু সম্পূর্ণ উল্টো ছবি কলকাতার যৌনপল্লী সোনাগাছিতে।

মাত্র দু’‌দিনে এই এলাকার যৌনকর্মীরা উপার্জন করেছেন ৫০ লক্ষেরও বেশি টাকা। সবথেকে বেশি লাভের মুখ দেখেছেন সেই সমস্ত যৌনকর্মীরা, যাঁদের পারিশ্রমিক ৫০০ টাকা বা তার বেশি।

সোনাগাছির যৌনকর্মীদের সংগঠন দুর্বারের ভারতীদেবী বলেছেন, ‘‌সাধারণভাবে আমাদের মেয়েরা দিনে মোট ৫ লক্ষ টাকা উপার্জন করে। নোট বাতিলের পরে প্রথম দু’‌দিনে তারা পাঁচগুণ বেশি রোজগার করেছে। কিন্তু এই নোট বাতিলের সময় ছবিটা পাল্টে গেছে। কারণ আমরা বলে দিয়েছিলাম, যে ৫০০ বা ১০০০ টাকার নোট নিতে আমাদের কোনও আপত্তি নেই।’‌

দুর্বারের ছাতার তলায় রয়েছেন এক লক্ষ ত্রিশ হাজার যৌনকর্মী।

তাঁদেরই একজন রেখা। যিনি বলছেন, ‘‌একজন গ্রাহকের কাছ থেকে নোট নিতে অস্বীকার করার অর্থ, নিজের পেশার ক্ষতি করা। সেটা আমরা করতে চাইনি। আমাদের সমবায় ব্যাঙ্কের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল, সমস্ত নোট তারা পাল্টে দেবে।’‌

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment