দেশ-বিদেশ

অধিনায়কত্ব ছাড়লেন ধোনি

নরসুন্দা ডটকম   January 4, 2017

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধোনি।

টেস্টের পর এ বার লিমিটেড ওভারের ক্রিকেটও ছাড়লেন তিনি। ৬ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ সিরিজের জন্য নির্বাচকরা বসছেন দল বেছে নিতে। ঠিক তার আগেই অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। নির্বাচক কমিটিকে তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন খেলা ছাড়ছেন না এখনই। কিন্তু আর অধিনায়কত্ব নয়। তাই ইংল্যান্ড সিরিজে যে তিনি খেলবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

0058

সব ফর্ম্যাট মিলে মোট ৩৩১টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি।

তিনি অধিনায়ক হিসেবে শেষ খেলেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে। শুধু ওয়ানডেতেই ১৯৯টি ম্যাচে অধিনায়কত্ব  করেছেন তিনি। কিন্তু ২০০তম ম্যাচটি না খেলেই সরে দাঁড়ালেন ক্যাপ্টেন কুল।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment