মানুষ- সমাজ

অধ্যাপক আনিসুজ্জামানের ডি. লিট উপাধি লাভ

নরসুন্দা ডটকম   January 24, 2017

নরসুন্দা ডটকম ডেস্ক:

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ‘সাম্মানিক ডি. লিট’ উপাধিতে ভূষিত করেছে।

বাংলা একাডেমির এক সংবাদবিজ্ঞপ্তিতে আজ একথা জানা যায়।

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী অধ্যাপক আনিসুজ্জামানকে এই উপাধি প্রদান করেন।

একই সঙ্গে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সংগীতজ্ঞ প্রতুল মুখোপাধ্যায় এবং কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেক্নোলজির পরিচালক অধ্যাপক ইন্দ্রনীল মান্নাও এই সম্মান গ্রহণ করেন।

অধ্যাপক আনিসুজ্জামান এর আগে রবীন্দ্রভারতী ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি. লিট লাভ করেন। সূত্র: বাসস।

ছবি: সংগ্রহ।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment