খেলাধুলা

ফিকে হচ্ছে মালিঙ্গা ম্যাজিক?

নরসুন্দা ডটকম   April 22, 2017

।। নরসুন্দা ডটকম ।।

এক সময় দাপুটে ব্যাটসম্যানরাও তাঁর বোলিংকে ভয় পেতেন। কিন্তু বৃহস্পতিবার রাতে যা অঘটন ঘটালেন মুম্বাই ইন্ডিয়ান্স-এর লসিথ মালিঙ্গা তাতে গোটা ক্রিকেট মহল অবাক। যেন মালিঙ্গা ম্যাজিক উধাও! দিন দিন টি২০তে তার ধাপট কমে যাচ্ছে।

ওই দিন দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। ৮ উইকেটে ম্যাচটি জেতে মুম্বই। যে দাপুটে মালিঙ্গাকে দেখে অভ্যস্ত ক্রিকেট জগত্ ওই দিন ম্যাচে খুবই হতাশ করেছেন তিনি। ৪ ওভারে কোনও উইকেট না নিয়ে ৫৮ রান দেন। যেন দেখে মনে হচ্ছিল কোনও পাড়ার ক্রিকেট ম্যাচে খেলতে নেমেছেন।

আর যে বিষয়টি আশ্চর্যের তা হল, মালিঙ্গাকে সবচেয়ে বেশি মেরেছেন হাশিম আমলা। মালিঙ্গার দেওয়া ৫৮ রানের মধ্যে ৫১ রানই আমলার। মালিঙ্গার ১৬ বলে ৫১ রান করেন তিনি। ওই ম্যাচে সেঞ্চুরিও করেন আমলা। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এই আইপিএলে মালিঙ্গা এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলেছেন। এর আগের তিনটে ম্যাচে ৪টে উইকেট নিয়েছেন তিনি। নাইট রাইডার্স-এর বিরুদ্ধে ২ উইকেট, হায়দরাবাদ ও গুজরাতের  বিরুদ্ধে ১ উইকেট এবং তিন ম্যাচে রান দিয়েছেন যথাক্রমে ৩৬, ৩০ ও ৫১ রান।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment