দেশ-বিদেশ

ভারতীয়দের তোপের মুখে কেটি পেরি

নরসুন্দা ডটকম   April 22, 2017

।। নরসুন্দা ডটকম ।।

অনলাইনে হিন্দুদের দেবী কালীর ছবি পোস্ট করে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন পপ তারকা কেটি পেরি। এমনটা জানিয়েছে বিবিসি বাংলা।

ইনস্টাগ্রামে কালীর একটি ছবি পোস্ট করে কেটি পেরি লিখেছিলেন, “মাই কারেন্ট মুড।”

হিন্দুদের কাছে কালী হচ্ছে শক্তির দেবী।

কেটি পেরি গতকাল এই ছবি পোস্ট করার পর এর নীচে এ পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষ মন্তব্য করেছেন। এর বেশিরভাগই ভারতীয়দের। তারা এভাবে কালীর ছবি পোস্ট করার জন্য তীব্র ভাষায় আক্রমণ করেছেন কেটি পেরিকে। অনেক ছবিটি তুলে নেয়ার জন্য তাঁর প্রতি আহ্বান জানিয়েছেন।

অনেকেই প্রশ্ন তুলেছেন, কেটি পেরি আদৌ জানেন কিনা, তিনি কার ছবি ব্যবহার করেছেন। ভারতীয়দের অনেকে তার বিরুদ্ধে হিন্দুদের এই দেবীকে অবমাননার অভিযোগ তুলেছেন।

তবে এসবের কোন জবাব এখনো কেটি পেরি দেননি।

ভারতীয়দের সংবেদনশীলতায় আঘাত দেয়ার কারণে এর আগেও অনেক তারকা একই রকম সমালোচনার শিকার হয়েছেন।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment