সাহিত্য ডেস্কঃ
এক চিলতে রোদ্দুর ও জোড়া শালিক
–নীলা হোসেন
এক চিলতে রোদ্দুর প্রতিদিন
জোড়া শালিকের হাত ধরে মুগ্ধ
পবন ছোঁয়ায় উন্মুক্ত
বাতায়নে শাশ্বত ভাবনাহীন উদয়ারম্ভ
পলকে অজস্র প্রেমের আভাস দিতো।।
এক অনন্য রঙিন তাবৎ ভালোলাগা হৃদয়
অভ্যন্তরে উদ্ভাসিত হতো। গোলাপী চাওয়াগুলো
শালিকের স্বর্ণ অঙ্গরূহে পরম উদ্যমে
পঞ্জীভূত সজ্জিত।।
সহসা প্রভাত বেলায় এক চিলতে রোদ্দুর উষ্ণ স্পর্শ,
শালিকের নিবিষ্টে স্বচ্ছ নির্মল চাহুনির রূপরেখা
উন্মুক্ত বাতায়নে অঙ্কিত হয় না,
রঞ্জিত হয় না প্রেম বিন্যাস।
তবে কি অশুভ, অশুচি আত্মার আবির্ভাব??