আজ থেকে শুরু হল অনলাইনভিত্তিক বুকশপ বইমেলা ডটকমের যাত্রা। সবচেয়ে কম খরচে সর্বোচ্চ গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে পথচলা শুরু করেছে বইভিত্তিক এই ই-কমার্স সাইটটি। ‘বইমেলা সারা বছর’ গ্রাহকদের প্রতি এটিই বইমেলা ডটকমের প্রতিশ্রুতি। দেশের সব প্রকাশনী ও সকল লেখকের বই পাঠকরা ঘরে বসেই অর্ডার করতে পারবেন মাত্র ২৫% ছাড়ে। একইসাথে পশ্চিমবঙ্গের বইও পাওয়া যাবে এখানে। অর্ডার করার নির্ধারিত সময়ের মধ্যেই বই পৌঁছে যাবে গ্রাহকের কাছে। শুরুতে বাংলাদেশের সর্বত্র ও পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গে বইমেলা ডটকমের কার্যক্রম চলবে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও নির্বাহী কানিজ ফাতিমা অনলাইন ম্যাগাজিন নরসুন্দা ডটকমকে বলেন, বাংলাদেশে বইয়ের খুচরা বাজার বেশ ছোট। কিন্তু বড় করার যথেষ্ট সুযোগ রয়েছে। সারা দেশে ছড়িয়ে থাকা বুকশপগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথবা গাইড বইয়ের দোকানে রূপান্তরিত হচ্ছে। এ পরিস্থিতিতে অনলাইনভিত্তিক বুকশপ সময়ের দাবি। আশাকরি বইমেলা ডটকম পাঠক ও গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে। কর্মচঞ্চল, ব্যস্ত নাগরিক জীবনে পাঠকের চাহিদা পূরণে ও সমগ্রদেশে রুচিশীল পাঠক তৈরিতে বইমেলা ডটকম ((Boimelaa.com) প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গত একবছর ধরে কাজ করছি এই ই-কমার্স সাইটটি নিয়ে। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হবে সারাদেশের পাশাপাশি দেশীয় বইকে পশ্চিমবঙ্গে পরিচিত ও সহজলভ্য করে তোলা।
ভারতবর্ষে সবুজ শিক্ষা প্রসারে অবদানের জন্য পুরস্কার পেলেন বালুরঘাটের তুহিন
অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ
ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ইংল্যান্ড
শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ থেকে জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু