প্রকাশিত হয়েছে লেখক, গবেষক ফয়সাল আহমেদের বই বাংলার মহারাজ : ত্রৈলোক্যনাথ চক্রবর্তী । বইটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন। ১৬0 পৃষ্ঠার এই বইটিতে ব্রিটিশ বিরোধী বিপ্লবী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে।
বৃটিশ শাসকদের ভিত কাঁপিয়ে দেয়া এক বিপ্লবীর নাম ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। লোকে যাঁকে মহারাজ বলে ডাকে। তিনি বাংলার বিপ্লবী আন্দোলনের প্রতীক। বিপ্লবী কর্মকান্ডের কারণে অগ্নিযুগে যে কয়েকজন ভারতবর্ষে পরিচিত হয়ে উঠেছিলেন, বৃটিশ শাসকদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন, মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী তাঁদের অন্যতম। তাঁকে নিয়ে লেখক, গবেষক ফয়সাল আহমেদের বই বাংলার মহারাজ : ত্রৈলোক্যনাথ চক্রবর্তী’। বইটি একটি দীর্ঘ গবেষণার ফসল।
লেখক বইতে মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সুদীর্ঘ জীবনের ধারাবাহিক বর্ণনা করেছেন। এতে ওঠে এসেছে মহারাজের জন্ম, শৈশব- কৈশর, বিপ্লবী আন্দোলনে যোগদান, জেল জীবন, রাজনৈতিক আন্দোলন, নির্বাচনে অংশগ্রহণ, সামজিক কর্মকাণ্ডের ইতিহাস। রয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোকচিত্র ও দূর্লভ পেপার ক্লিপিং।
লেখক পরিচিতি: ফয়সাল আহমেদ’র জন্ম- ২৬ জানুয়ারি- ১৯৮৪ খ্রি, কিশোরগঞ্জ জেলায়। বর্তমান বসবাস ঢাকায়। তাঁর পিতার নাম- শাহাব উদ্দিন আহমেদ, মা- মাছনা আহমেদ । ব্যাক্তিগত জীবনে বিবাহিত, স্ত্রী- সুলতানা রাজিয়া শান্তা। তিনি গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ঢাকা কলেজ, ঢাকা থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
প্রকাশিত বই : বইয়ের সংখ্যা ছয়টি। প্রথম বই স্বপ্ন ও একটি গ্রাম প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে, দ্বিতীয় বই সেদিন বৃষ্টি ছিল– ২০১৫ ও ২০১৮ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ চিরকুট । অক্টোবর-২০১৮ সালে প্রকাশিত হয় সৈয়দ নজরুল ইসলাম- মহাজীবনের প্রতিকৃতি, ও ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়- ফজলুল হকের গল্পসংগ্রহ(সম্পাদনা) ও বাংলার মহারাজ: ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ।
সম্পাদনা :
বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা এবং বই ও নদী বিষয়ক অনলাইন পত্রিকা রিভার বাংলা ডট কম।
পুরস্কার:
সৈয়দ নজরুল ইসলাম- মহাজীবনের প্রতিকৃতি গ্রন্থের জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটকে বিভাগে ২০১৯ সালের কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন।
বই পরিচিতি: বাংলার মহারাজ : ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ফয়সাল আহমেদ, প্রকাশক: দ্যু প্রকাশন, প্রচ্ছদ- মোস্তাফিজ কারিগর
দাম- ২৫০ টাকা, পৃষ্ঠা- ১৬০।