বৃষ্টি ।। তৌফিকুল ইসলাম চৌধুরী
রিমঝিম রিমঝিম বৃষ্টি এলে
ময়ূর পেখম নাচায় ধ্রুপদী ছন্দে,
সাপে সাপে শঙ্খ সোহাগে
স্বৈরিণী নিসর্গ দেখায় উদোম লঙ্ঘা।
একাকী নির্জনে শূন্যতার দহনে
বহুড়ি ক্রিয়াশীল হেঁসেল উনুনে,
ভাত চাপায় অন্য হাড়ি’য়,
ডীপ ফ্রিজে হিমায়িত স্বপ্নভূক সুখ।
রিমঝিম রিমঝিম বৃষ্টি এলে
ভেজা দিনের মেদুর আলস্যে
কাঁথার ওমে জাগে সোমত্ত শরম
রোমকূপে সক্রিয় আদিম শিহরণ
চকচকে ইচ্ছায় শানিত ঠোঁট-স্তন- ঊরুসন্ধি।
মন পবনের নাও তো দাঁড়িয়ে ঘাটে,
পাবে কি তারে! সে তো বৈদেশে
বৈঠা বায়, কোন সোয়ারী নায়ে?
রিমঝিম রিমঝিম বৃষ্টি এলে
খরা-চৌচির বিরহী মন
শিঞ্জিনী নিক্কণে নাচে উন্মাতাল।
প্রবল অভিকর্ষ টানে সিক্ত রজঃরসে
বিষণ্ণ আনন্দ বহে পুলকিত দেহখণ্ডে
ননী গন্ধা বউ যেন বরফের চাঁই।