যখন তোমায় ভালোবেসে বুক ফেটেছে উল্লাসে,
ঠিক তখনই রাজকুমার ঘুরছে তোমার তল্লাসে।
জন রবে শুনি, কুমার তো নয় রাজা-দিলো তোমায় সাজা, করলো শেষে রাণী!
আর আমি কি দেবো নজরানী।
মন্ত্রে বেঁধে যে জন তোমায় করে নিলে সঙ্গিনী ,
জগৎখ্যাত রাজমহলে তশরিফ নেয়ার কৌতুহলে যখন ভাবি-
স্বপ্ন ভাঙ্গে,
বুঝতে পারি- তেমন তো নই সম্মানী।
লোকারণ্যে খুঁজে হণ্যে হলেম তার সন্ধানী,
আজি নেই আর প্রয়োজন ভূ-ধামে তার আছে যে জন, যার তরেই সে বন্দিনী!
শূন্য এ মন শূন্য আজও নেয়নি খবর নন্দিনী।
দূরত্ব জ্যামিতিক বটে, আমি তিথি গুনি বসে, ধরে ভিমরতি শেষে-
বিষন্ন সুর বাজে আমার বসন্ত বাতাসে।
আবুল ফজল মো. আহাদ: কবি ও উন্নয়নকর্মী।