দেশ-বিদেশ

চীনা পর্যটনকেন্দ্রে চালু হলো স্বচ্ছ কাচের তৈরি টয়লেট

নরসুন্দা ডটকম   সেপ্টেম্বর ৩০, ২০১৬

নরসুন্দা ডটকম ডেস্ক:

চীনের হুনান প্রদেশে এক পর্যটনকেন্দ্রে প্রায়-স্বচ্ছ কাচের তৈরি পাবলিক টয়লেট চালু করা হয়েছে ।

যেখানে ‘টয়লেট ব্যবহার-রতদের’ বাইরে থেকে দেখা যাবে, এবং টয়লেটের ভেতরে বসে চার পাশের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যাবে।

এসব টয়লেটে যেখানে মেয়েদের ও পুরুষদের টয়লেট পাশাপাশি আছে – সেখানেও মাঝখানে ব্যবধান বলতে আছে হালকা-অস্বচ্ছ কাচের দেয়াল।

হুনান প্রদেশে শিয়ান লেক পর্যটনকেন্দ্রে গড়ে তোলা হয়েছে এই কাচের পাবলিক টয়লেট। এর আগে চীনে কাচের তৈরি সেতু, ওয়াকওয়ে ইত্যাদি জনপ্রিয়তা পাবার পরই বোধহয় কারো মাথায় এই অভিনব আইডিয়াটি এসেছে।

তবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে খুব কম লোকই কাচের টয়লেট ব্যবহার করার ‘সাহস দেখিয়েছেন’।

তবে চীনে নাকি কাচের তৈরি টয়লেট এই প্রথম নয়। এর আগে হুনানেরই একটি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হোস্টেলে এ ধরণের একটি আংশিক কাচের তৈরি টয়লেট চালু হয়।

এ নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, তারা কিছুতেই এমন টয়লেটে যেতে পারবেন না।

অন্য অনেকে বলছেন, যখন আপনার সত্যি টয়লেট দরকার, তখন আপনার পক্ষে যে কতকিছু মেনে নেয়া সম্ভব – তা উপলব্ধি করে আপনি অবাক হবেন।

কেউ কেউ এমনও বলেছেন, বোঝাই যাচ্ছে যারা এটা করেছে – তাদের হাতে টাকাপয়সার অভাব নেই।

সূত্র: বিবিসি বাংলা।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment