বাদল দিনের কবিতা ।। ফরিদ উজ্-জামান পলাশ
সারাটাদিন বৃষ্টি ঝরে কদম কেয়া ফোটে
একটানা এর ছন্দ আমায় পাগল করে যেনো
না বলা কী কথার ঝুড়ি ছিলো তোমার ঠোঁটে?
ভাবনাগুলো আমায় এতো পাগল করে কেনো?
জানলা খুলে কোথায় হারাই, বাজে কীসের সুর?
পুকুর-ডোবায়, নদী-নালায় উপচে পড়ে জল
কথার পরে কথা জমে কথার সমদ্দুর।
স্মৃতির মিনার ভাঙতে থাকে দূঃখ নদীর তল।
বৃষ্টিনাচন দেখেই নাচে মন ময়ূরের মতো
যত্তো খুশি ভাবতে পারি নেই তো তাতে মানা
ভালোবাসার প্রলেপ দিয়ে সারবে মনের ক্ষত
হবার তা নয়! স্বপ্নে এসে কেবল দিবে হানা।
এমন করেই বেঁচে আছি দেখে নিঠুর খেলা
ভালো না কি মন্দ সেটা এখন না হয় থাক
গুড়ুম গুড়ুম মেঘের ডাকে যাচ্ছে কেটে বেলা
ভাবছি বসে অনন্তপুর দিচ্ছে বুঝি ডাক।