কবিতার এই আয়োজনে কবি রকিব পারভেজ এর চারটি কবিতা প্রকাশ করা হলো। আশাকরি আপনাদের ভালো লাগবে।
যেতে হবে লক্ষ্যে
————————-
রাত কাটে বক্ররেখায়
দিন যায়না সরলরেখায়।
জীবনের বাঁকেবাঁকে সবই
আঁকেবাঁকে সরলের দেখা নাই।
যে চায় সরলে যেতে
দুষ্ট’র দল বিছিয়ে রাখে কাঁটা পথে,
যেতে হবে লক্ষ্যে কাঁটা সরিয়ে
থাকা যাবেনা দাঁড়িয়ে।
————————————
১৫ অক্টোবর-২০১৫, বাজিতপুর,কিশোরগঞ্জ।
মানুষ-অমানুষ
———————
কাউকে হারাতে চাই না
মানুষ,অমানুষ কাউকে না।
এমন কি নিজেকেও না,
পুড়িয়ে দেখতে চাই
পুড়ে পুড়ে ভেতর
কতটা শুশ্রূষা চায়,
কতটুকু পুড়া হলে
দেখতে পাবো অন্তর চোখে
কতটা মানুষ
আর কতটা অমানুষ
চর্তুপাশে মুখোশে মুখোশে।
———————————-
৬ অক্টোবর-২০১৬, ঢাকা।
ব্যবধান
————————
চৌরাশিয়ার বাঁশির সুর তোলে
সে অভিবাদন জানিয়ে ছিলো,
বুকের ভেতর বেজেছিল সেই সুর
মোহিত পরাণ আমার।
খুশীর ঘুমহীন রাতের চোখ
গড়িয়েছে জল ৩৬৫ নদী,
হেঁটেছে ১২টি পাহাড় ডিঙ্গিয়ে
বেতালে সেই ঘুমহীন নিশিচোখ,
ব্যবধান ৩৬৫ নদী
অথবা মাত্র ১২টি পাহাড়।
———————————–
২৪ অক্টোবর-২০১৬, ঢাকা।
ভুল
———————-
ভুল করে ভুল বুঝে
নিজেকে আগলে রাখে
আরেক ভুলের মাঝে।
যুক্তিকে পায়ে ঠেলে
নিজের মাঝে ডুবে থাকে
পড়ে থাকে ভুলের পাকে।
সত্য তাকে যতই ডাকে
সাড়া দেয়না ইহার খুঁজে
তাহলে ভুলের মাশুল দিতেই হবে।
————————————-
২৭অক্টোবর-২০১৬, ঢাকা।
রকিব পারভেজ: কবি ও আইনজীবী।
নোট: প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি সংগ্রহ করে নেয়া হয়েছে।