শিল্প- সংস্কৃতি

ঢাকা লিট ফেস্ট-২০১৬

নরসুন্দা ডটকম   নভেম্বর ৫, ২০১৬

নরসুন্দা ডটকম ডেস্ক:

চলতি মাসের মাঝামাঝিতে অবার ও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্ট-২০১৬।

এখন চলছে এর রেজিস্টেশন কার্যক্রম। লিট ফেস্টের রেজিস্ট্রেশন না করলে আপনি অংশ নিতে পারবেন না সাহিত্যপ্রেমীদের এই বিশাল আয়োজন।

আগামী ১৭ থেকে ১৯ নভেম্বরের এই উৎসবে আসছেন দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, সমাজ বিশ্লেষক।

আসছেন ভারতীয় বংশোদ্ভূত নোবেল বিজয়ী সাহিত্যিক ভি এস নাইপল।

রেজিস্টেশন-  http://www.imdhaka.com/dhaka-lit-festival/ এই লিংকে প্রবেশ করে আপনার নিবন্ধন কার্যক্রম শেষ করুন এখনই।

 

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment